ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭মে হোয়াহট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, পরিস্থিতি খুবই গুরুতর। তিনি উভয় দেশকে ভালোভাবে চেনেন এবং তাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। ট্রাম্প চান ভারত-পাকিস্তান এই সমস্যার সমাধান করে সংঘাত বন্ধ করুক।
তিনি বলেন, প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতে প্রস্তুত।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। আশা করি, তারা এখন থামবে। তিনি চান এই সংঘাত বন্ধ হোক।
এদিকে, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।
গত ৬মে রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায়। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন। আর ভারত বলছে, ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।
সোর্স: ঢাকা মেইল
মন্তব্য করুন: