[email protected] রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

এবার লাহোরে ভারতীয় ‘স্পাই ড্রোন’ ধ্বংস করলো পাকিস্তান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ মে ২০২৫ ১৫:০৫ পিএম

ফাইল ছবি

পাকিস্তানের লাহোরের ওয়ালটন রোডের কাছে একটি ভারতীয় ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র।

৮ মে সকালে ধ্বংস করা ড্রোনটি ভারত থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। পাশাপাশি এদটি বিস্ফোরকও বহন করছিল।

আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এদিন হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে লাহোর। দফায় দফায় বিস্ফোরণ হয় পাঞ্জাব প্রদেশের রাজধানীর ওয়ালটন রোডে। ভারতীয় ড্রোন ধ্বংস করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আর এতেই ওই বিস্ফোরণ ঘটে।

ড্রোনগুলো দিয়ে নজরদারি করা হচ্ছিলো বলে দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। জ্যামারের মাধ্যমে সেগুলো অকেজো করে ধ্বংস করা হয়।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে। শোনা যায় সাইরেনের শব্দও। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ৬মে গভীর রাতে এ হামলায় দুই শিশুসহ ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। জবাবে রাতেই স্বল্প পরিসরে পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয় বলে জানায় ভারতের সেনাবাহিনী।

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর