কাশ্মীরের বিভাজনরেখা নিয়ন্ত্রণরেখায় একটি সামরিক চৌকিতে ‘সাদা পতাকা’ উত্তোলন করে পালিয়েছে ভারতীয় সেনারা—এমন দাবি করেছে পাকিস্তান।
৭ মে সকালে আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এ দাবি করেছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমের সাথে আলাপকালে এই দাবি করেন। পহেলগাম হামলার ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার কোনও প্রমাণ ভারত দিতে ব্যর্থ হয়েছে বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
আতাউল্লাহ দুঃখ প্রকাশ করে বলেন, পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরের শহরগুলিতে পরিচালিত হামলায় ভারতীয় বাহিনী নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।
পাকিস্তান অবজারভারের খবরে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর চুরহা কমপ্লেক্সে সাদা পতাকা উত্তোলন করেছে বলে জানা গেছে।
পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের কয়েকটি শহরে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালিয়ে ভারতীয় বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় বিমান বাহিনীর সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত যুদ্ধ বিমান নিরাপদে রয়েছে।
বিধ্বস্ত হওয়া ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলির মধ্যে তিনটি ফরাসি তৈরি রাফায়েল, একটি এসইউ৩০এমকেআই এবং একটি এমআইজি-২৯ ফুলক্রাম রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একজন সামরিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সোর্স: ইনকিলাব
মন্তব্য করুন: