[email protected] শুক্রবার, ২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার ১৮

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ মে ২০২৫ ২০:০৫ পিএম

সংগৃহীত ছবি

ভয়াবহ দাবানলে দ্বিতীয়দিনের মতো পুড়ছে ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের পাহাড়গুলো। দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ১০০টিরও বেশি দল; সহায়তায় ইউরোপের বিভিন্ন দেশ থেকেও অগ্নিনির্বাপক বিমান পাঠানো হচ্ছে ইসরায়েলে।

এরই মধ্যে এ দাবানলকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় দাবানল বলে দাবি করছে কর্তৃপক্ষ। এদিকে জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে আগুন দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতোমধ্যে।

১ মে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। 

ইসরায়েলি সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে, যেকোনো মুহূর্তে পরিস্থিতি খারাপ হতে পারে। ৩০ এপ্রিল দাবানলের কারণে যেসব সড়ক বন্ধ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদেরও আবার সেখানে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস এক বিবৃতিতে বলেছে, এ দাবানল ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড়। এখন পর্যন্ত আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি। আগুনের পরিস্থিতি যদিও এখন কিছুটা উন্নতি হয়েছে, তবে তা যে কোনো সময় পরিস্থিতি ঘুরে যেতে পারে।

আগুনে দখলদকৃত জেরুজালেমের পাঁচ হাজার একর জায়গা পুড়েছে। যারমধ্যে ৩ হাজার ২০০ একর বনাঞ্চল। এর মধ্যে মোদি’ইনের কানাডা পার্ক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।আগেরদিন সকালে জেরুজালেমের বিভিন্ন পাহাড়ে আগুনের সূত্রপাত হয়। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১ মে জানিয়েছেন, জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে আগুন দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: আরটিভি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর