ajbarta24@gmail.com রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

এক দশক পর ফের শুরু হচ্ছে চীনের সবচেয়ে উঁচু ভবনের নির্মাণকাজ!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ১৫:০৪ পিএম

ফাইল ছবি

প্রায় ১০ বছর পর আবারো শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন গোল্ডিন ফিন্যান্স ১১৭-এর নির্মাণকাজ | ছবি: সিএনএন চীনের উত্তরে বন্দরনগরী তিয়ানজিনে অবস্থিত ৫৯৭ মিটার (১ হাজার ৯৫৯ ফুট) উচ্চতার এই ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০০৮ সালে। ২০১৫ সালে নির্মাণকাজ শেষের দিকে এসে বন্ধ হয়ে যায়। ১১৭ তলা ভবনটি এক সময় চীনের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন হওয়ার কথা ছিল।

দীর্ঘ এক দশক পর আবার আবার শুরু হচ্ছে চীনের সবচেয়ে উঁচু ভবন ‘গোল্ডিন ফিন্যান্স ১১৭’ এর নির্মাণকাজ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই এ কাজ শুরু হতে পারে। নির্মাণকাজ শেষ হতে পারে ২০২৭ সাল নাগাদ। ২০১৫ সালে এটির নির্মাণকাজ বন্ধ হয়ে গিয়েছিল। এরপর থেকে এটি বিশ্বের সর্বোচ্চ পরিত্যক্ত আকাশচুম্বী ভবন হিসেবে বিবেচিত হয়ে আসছে। খবর সিএনএন

চীনের উত্তরে বন্দরনগরী তিয়ানজিনে অবস্থিত ৫৯৭ মিটার (১ হাজার ৯৫৯ ফুট) উচ্চতার এই ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০০৮ সালে। ২০১৫ সালে নির্মাণকাজ শেষের দিকে এসে বন্ধ হয়ে যায়। ১১৭ তলা ভবনটি এক সময় চীনের সর্বোচ্চ আকাশচুম্বী ভবন হওয়ার কথা ছিল। ভবনটি ভূমিকম্প ও প্রবল বাতাস প্রতিরোধে মেগা কলাম প্রযুক্তিতে তৈরি। এর উপরের অংশে হীরক আকৃতির একটি অ্যাট্রিয়াম, সুইমিং পুল ও পর্যবেক্ষণ ডেক থাকার কথা। স্থপতি প্রতিষ্ঠান পিঅ্যান্ডটি গ্রুপের মতে, ভবনটিতে অফিস ও উপরের তলাগুলোতে একটি পাঁচতারা হোটেল থাকার কথা ছিল।

তবে ২০১৫ সালের চীনের শেয়ারবাজারের পতনের পর হংকংভিত্তিক গোল্ডিন প্রপার্টিজ হোল্ডিংসের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় এই প্রকল্পের কাজ থেমে যায়। এই রিয়েল এস্টেট ডেভেলপারের প্রতিষ্ঠাতা পান সুটং হংকংয়ের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভবনটি নির্মাণে নতুন অনুমতিপত্র দিয়েছে দেশটির সরকার। সেখানে প্রায় ৫৬৯ মিলিয়ন ইউয়ান (৭৮ মিলিয়ন ডলার) চুক্তিমূল্যের কথা উল্লেখ করা হয়েছে। প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছে পিঅ্যান্ডটি গ্রুপ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিজিআই ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস। যদিও ভবিষ্যতে ভবনটির ব্যবহারের পরিকল্পনা অপরিবর্তিত থাকবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

সোর্স: বণিক বার্তা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর