ajbarta24@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

বিল গেটসের বিপুল সম্পত্তির মাত্র এক শতাংশ পাবেন সন্তানরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫ ১৫:০৪ পিএম

ফাইল ছবি

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, তিনি তার বিপুল সম্পদের খুবই সামান্য—এক শতাংশের কম অংশ সন্তানদের জন্য রেখে যাবেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে গেটস জানান, তিনি চান তার সন্তানেরা উত্তরাধিকার নয়, বরং নিজেদের প্রচেষ্টা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাক।

গেটস বলেন, ‘প্রতিটি পরিবারই তাদের মূল্যবোধ অনুযায়ী সিদ্ধান্ত নেয়। আমার সন্তানরাও ভালো শিক্ষা ও উপযুক্ত পরিবেশে বড় হয়েছে। তাই তাদের জন্য অসাধারণ জীবনের ভিত্তি এরই মধ্যে তৈরি হয়েছে। এটি কোনো রাজবংশ নয়। আমি চাই, তারা নিজেদের মতো করে জীবন গড়ে তুলুক, সফল হোক।’

বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডার তিন সন্তান—জেনিফার, রোরি এবং ফোয়েবে। গেটসের মতে, সন্তানদের ভালোবাসা ও সহানুভূতির ভিত্তিতে সঠিক সুযোগ দেয়া উচিত, যা তাদের ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ করে তুলবে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, বিল গেটসের সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ১৫ হাজার ৫০০ কোটি ডলার। এর এক শতাংশেরও কম অর্থাৎ মোটামুটি ১৫৫ কোটি ডলার সম্পদ পাবেন তার সন্তানরা। পিতার বিপুল সম্পত্তি না পেলেও এই পরিমাণ অর্থ তাদের বিশ্বের অন্যতম ধনীদের কাতারে স্থান করে দিতে সক্ষম।

বিল গেটসের মতো আরো অনেক ধনী উদ্যোক্তা—যেমন অ্যামাজনের জেফ বেজোস কিংবা প্রয়াত স্টিভ জবসও তাদের সম্পদ জনকল্যাণে ব্যয় করার পক্ষপাতী ছিলেন।

সোর্স: বণিক বার্তা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর