[email protected] রবিবার, ১০ আগস্ট ২০২৫
২৫ শ্রাবণ ১৪৩২

মারা গেছেন মহাকাশচারী জিম লোভেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

অ্যাপোলো-১৩ মিশনকে ১৯৭০ সালে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার নায়ক মার্কিন মহাকাশচারী জিম লোভেল মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। নাসা এক বিবৃতিতে জানিয়েছে, চাঁদে অবতরণের প্রচেষ্টা চলাকালে মহাকাশযানে বিস্ফোরণের কারণে মিশন বাতিল হলেও লোভেল “একটি সম্ভাব্য ট্র্যাজেডিকে সাফল্যে রূপ দিয়েছিলেন।”

বিস্ফোরণের সময় মহাকাশযানটি পৃথিবী থেকে কয়েক লাখ মাইল দূরে অবস্থান করছিল। ঘটনাটি সরাসরি টেলিভিশনে দেখেছিলেন কয়েক কোটি মানুষ। লোভেল ও তার দুই সহযাত্রী প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করলে সেটি মহাকাশ অভিযানের ইতিহাসে অন্যতম আইকনিক মুহূর্তে পরিণত হয়।

লোভেল অ্যাপোলো–৮ মিশনেরও অংশ ছিলেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি দুইবার চাঁদের উদ্দেশে গিয়েছেন, যদিও কখনো চাঁদে নামতে পারেননি। নাসার ভারপ্রাপ্ত প্রধান শন ডাফি বলেন, ‘লোভেল যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচিকে ঐতিহাসিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

সোর্স: দৈনিক আমাদের সময়

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর