দাবা খেলায় বিশ্বের সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ধারণে আয়োজিত এক বিশেষ টুর্নামেন্টের ফাইনালে ইলন মাস্কের এক্সএআই মডেল 'গ্রক ৪'-কে হারিয়ে শিরোপা জিতেছে ওপেনএআই-র 'ওথ্রি' মডেল।
প্রযুক্তি দুনিয়ায় দাবা ও গো-এর মতো জটিল কৌশলনির্ভর খেলা বহুদিন ধরেই এআই-এর যুক্তি ও পরিকল্পনাগত সক্ষমতা যাচাইয়ের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
তবে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এমন সব এআই মডেলের মধ্যে, যেগুলো মূলত দৈনন্দিন কাজের জন্য তৈরি, দাবা খেলার জন্য নয়। তিন দিনব্যাপী গুগল-মালিকানাধীন প্ল্যাটফর্ম 'ক্যাগল'-এ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় আটটি বড় ল্যাংগুয়েজভিত্তিক মডেল—ওপেনএআই, এক্সএআই, গুগল, অ্যানথ্রপিক, চীনের ডিপসিক ও মুনশট এআই-এর মডেল।
সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ফাইনালে গ্রক একের পর এক ভুল করে, এমনকি একাধিকবার রানী হারিয়ে ফেলে। এর সুযোগ নিয়ে ওথ্রি একের পর এক জয়ে শিরোপা নিশ্চিত করে।
ফাইনালের আগে ইলন মাস্ক এক্স-এ এক পোস্টে দাবি করেছিলেন, তাদের এআই দাবায় খুব বেশি গুরুত্ব পায়নি, আগের সাফল্য ছিল 'সাইড ইফেক্ট'। প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে গুগলের 'জেমিনি' মডেল।
সোর্স: The Business Standard
মন্তব্য করুন: