[email protected] সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

সামাজিক মাধ্যম এক্সে ভয়াবহ সাইবার হামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৫ ১৭:০৩ পিএম

ফাইল ছবি

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভয়াবহ সাইবার হামলা হয়েছে। তিনিই নিজেই এক পোস্টে সাইবার হামলার কথা জানিয়েছেন। খবর বিবিসি

সোমবার (১০ মার্চ) সকাল থেকেই এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছিলেন না বলে রিপোর্টও করেছিলেন। শুধু যুক্তরাজ্যেই প্রায় ৮ হাজারের বেশি ব্যবহারকারী এক্সে প্রবেশ করতে পারেনি বলে রিপোর্ট করেন।

এরপরেই ইলন মাস্ক এক্স পোস্টে জানান, ‘এক্সে বড় ধরনের সাইবার হামলা হয়েছে’। তবে এই সমস্যার মধ্যেই কখনো কখনো এক্সে প্রবেশ করা যাচ্ছিল।

সাইবার হামলার দাবি করলেও ইলন মাস্ক কোনো প্রমাণ দেখাতে পারেননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত বছর ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেয়ার সময়ও এই ধরনের সমস্যা হয়েছিল এক্সে। প্রযুক্তিগত সমস্যার কারণে সাক্ষাৎকারটি নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয়। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছিলেন ইলন মাস্ক।

এদিকে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন, এক্সের পরিচালন প্রক্রিয়া না দেখে কী ঘটেছে তা বলা কঠিন। তবে সমস্যার স্থায়িত্ব দেখে ধারণা করা হচ্ছে এটি সাইবার হামলা।

সোর্স: চ্যানেল 24

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর