[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ঈর্ষণীয় সাফল্য বাংলাদেশি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি: সংগৃহীত

পৃথিবী বিখ্যাত মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ফাইনাল ইয়ারের রেজাল্ট প্রকাশিত হয়েছে।এতে প্রায় সব বিভাগেই বাংলাদেশি শিক্ষার্থীরা সেরা দশে স্থান করে নিয়েছেন।

রোববার আল আজহারের ‘হিস্ট্রি এন্ড সিভিলাইজেশ্যন’ ও গত সপ্তাহে ‘কুরআনিক সাইন্স এন্ড তাফসির’ ফ্যাকাল্টির রেজাল্ট প্রকাশিত হয়েছে। 

কুরআনিক সাইন্সে সামগ্রিকভাবে সেরা দশে স্থান করে নিয়েছেন বাংলাদেশের হাবিবুল হাসান। তিনি ৯০% গড় নিয়ে সামগ্রিক মেধা তালিকায় ষষ্ঠ হয়েছেন। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যার অবস্থান চার।

তার পাশাপাশি হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশ্যন বিভাগে সেরা দশে আছেন আব্দুল্লাহ আল ফারুক। তিনি সামগ্রিক ফলাফলে ৪র্থ স্থান অর্জন করেছেন এবং বিদেশি শিক্ষার্থীদের মধ্যে তার অবস্থান ২য়।

বাংলাদেশি শিক্ষার্থী হাবিুবুল হাসান ও আব্দুল্লাহ আল ফারুকের ঈর্ষনীয় ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে তাদের ফ্যাকলটির ডিন বলেন, আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীন ও ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় বিশ্বের ৮৩ টি দেশের শিক্ষার্থী এখানে পড়েন। এই হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে সেরা দশে উত্তীর্ণ হওয়া খুবই কঠিন। হাবিবুল হাসান ও আব্দুল্লাহ আল ফারুক সে অবিশ্বাস্য কাজটি করেছে। আমি তাদের বাবা-মা এবং শিক্ষকদের কৃতজ্ঞতা জানাই দীর্ঘ এই যাত্রায় তাদের পাশে থাকার জন্য। এবং উভয়কেই অভিনন্দন জানাই। 

ঈর্ষনীয় এই ফলাফলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাবিবুল হাসান আজহারী বলেন, “আমি এর জন্য মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি। আমার সকল উস্তাদ ও বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। যাদের অক্লান্ত পরিশ্রম ও দুআয় আমি এতদূর আসতে পেরেছি। আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

উল্লেখ্য হাবিবুল হাসান রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ থেকে ২০২০ সালে বোর্ড স্ট্যান্ড ও মুমতাজসহ দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং আব্দুল্লাহ আল ফারুক জামিয়াতুল উলূমিল ইসলামিয়া থেকে ২০২০ সালে মুমতাজ হয়ে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। 

তারা তাহনীফ একাডেমি নামে একটি ইনস্টিটিউট পরিচালনা করেন। 

এছাড়া ‘শরিয়া অ্যান্ড ল’ ফ্যাকাল্টির সেরা দশে স্থান করে নিয়েছেন বাংলাদেশের আহমাদুল্লাহ আল জামি। তিনি ৯০ শতাংশ গড় নিয়ে সামগ্রিক মেধা তালিকায় ষষ্ঠ হয়েছেন।বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যার অবস্থান চার। 

তার পাশাপাশি এই ফ্যাকাল্টিতে বাংলাদেশি আরো চার শিক্ষার্থী সেরা দশে স্থান করে নিয়েছেন। তারা হলেন, আবদুল কাইয়ুম ফারুক ৯০শতাংশ গড় নিয়ে (পঞ্চম) শুআইবুল ইসলাম ৮৮.৭৪ শতাংশ গড় নিয়ে (সপ্তম) আনাস কাজি ৮৮.৩৪শতাংশ (অষ্টম)।

এছাড়া ইসলামিক থিওলজি ফ্যাকাল্টিতে স্নাতক শেষ বর্ষে আদিদা ও ফিলোসফি’ বিভাগে সেরা দশে স্থান পেয়েছেন বাংলাদেশের গোলাম রাব্বানী চৌধুরী (তৃতীয়) মুহাম্মদ জুনাইদ (ষষ্ঠ ) মুহাম্মদ সাজ্জাদ হোসাইন (অষ্টম)।

দাওয়াহ অনুষদে সেরা দশে আসেন দুইজন। মুহাম্মদ অলিউল্লাহ (তৃতীয়) আবদুল্লাহ আল আসিফ (পঞ্চম) এছাড়া ইসলামিক স্টাডিজে নবম স্থান অধিকার করেন মুহাম্মাদ শুআইব।

সোর্স: যুগান্তর   

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর