ajbarta24@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরানো ফ্যাসিবাদ ফিরে আসবে: জেএসডি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ১৭:০৪ পিএম

ফাইল ছবি

বিদ্যমান ব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হলে পুরানো ফ্যাসিবাদ ফিরে আসবে বলে আশঙ্কা করছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। একই সঙ্গে দলটি মনে করে জাতীয় সনদ আগামী প্রজন্মের জন্য দলিল হিসেবে কাজ করবে।

রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এসব কথা বলেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের ওপর দাঁড়িয়ে নতুন রাষ্ট্র বিনির্মান করা সম্ভব নয় স্বপন বলেন, শাসন ব্যবস্থার কাঠামোগত সংস্কার অনিবার্য। ফ্যাসিবাদী শাসক যে ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন, মানুষ হত্যা করেছলেন, মানুষের সকল অধিকার হরণ করেছেন এবং জনগণের সম্পদ লুণ্ঠন করেছন, আয়ানঘর প্রতিষ্ঠাসহ রাষ্ট্রের সকল কাঠামো ধ্বংস করেছেন। রাষ্ট্রের সব কাঠামো তলানিতে।

তিনি বলেন, এ বিদ্যমান ব্যবস্থার উপর দাঁড়িয়ে এটিকে পুর্নবিন্যাস করা ছাড়া, নতুন ক্ষমতায়নের দিকে গেলে পুরানো ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনা থাকবে৷

জাতীয় সনদ তৈরির উদ্যোগকে যৌক্তিক ও কার্যকর উল্লেখ করে স্বপন বলেন, জাতীয় সনদ তৈরির জন্য যে কাজগুলো হয়েছে তা- আজ, আগামীকাল ও প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। আমরা যেটুকু ঐকমত্য তৈরি করবো, সেটি হবেই। কিন্তু আগামী প্রজন্ম রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য নতুন ধারণা তৈরি করবার ক্ষেত্রে সহায়তা নিতে পারবে।

রাজনৈতিক দলগুলোর নূন্যতম ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ করা দরকার বলে মনে করেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
জেএসডি জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ টি প্রস্তাবের মধ্যে ১১৯ টিতে একমত, ১৭ টিতে দ্বিমত, ২৭ টিতে আংশিকভাবে একমত এবং ৩ টিতে মতামত নেই বলে লিখিতভাবে জানিয়েছে।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলে আছেন সিনিয়র সহসভাপতি তানিয়া রব, সহসভাপতি সিরাজ মিয়া, সানোয়ার হোসেন তালুকদার, কে এম জাবির, তৌহিদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, উপদেষ্টা পরিষদের সদস্য ড. হেলালুজ্জামান।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর