[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফিরছেন পপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি দীর্ঘদিন শোবিজ থেকে আড়ালে থাকার পর আবারও ফিরছেন। তবে এবার আর নায়িকা হিসেবে নয়, বরং প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানান, অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা তার নেই। কেবল অসমাপ্ত কিছু পুরোনো ছবির কাজ শেষ করেই পুরোপুরি মনোযোগ দেবেন প্রযোজনায়।

পপি এর আগেও চলচ্চিত্র প্রযোজনা করেছেন। তবে তখন একটি ছবিতে প্রায় ২০ লাখ টাকা লোকসানের মুখে পড়তে হয়েছিল। সেই অভিজ্ঞতা তাকে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছে বলে জানান তিনি। তার মতে, টিমের সহযোগিতা না পাওয়াই তখন লোকসানের প্রধান কারণ ছিল। তবে দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার প্রযোজনায় সফল হতে পারবেন বলে আশাবাদী পপি।

নায়িকার ভাষ্যে, “আমি সিনেমা প্রযোজনা করবএটাই এখন আমার সিদ্ধান্ত। ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে চাই।

উল্লেখ্য, ২০২০ সালে সর্বশেষডাইরেক্ট অ্যাকশনছবির শুটিং করেছিলেন পপি। এরপর প্রায় পাঁচ বছর আড়ালে থাকেন। বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এসে জানান, তিনি সংসারী হয়েছেন এবং এক পুত্রসন্তানের মা। এবার নতুন ভূমিকায় শোবিজে ফিরছেন এই আলোচিত অভিনেত্রী।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর