শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এর নাম জানে না এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির বাদশাহর বাসার সামনে প্রতিদিন অসংখ্য ভক্ত-অনুরাগী ভিড় জমান।
কিন্তু এই বিলাসবহুল এ বাংলো কেনার সময় হিমিশিম খেতে হয়েছিল কিং খানকে।
বলিউডের ‘ইয়েস বস’ সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ খানের এ বাড়িটি পছন্দ হয়। তখনই ঠিক করেন একদিন এটি কিনবেন। আজ সেই মান্নাতের বর্তমান বাজারমূল্য প্রায় ৩০০ কোটি রুপি। অর্থাৎ শাহরুখ যে টাকা দিয়ে এ বাড়ি কিনেছিলেন, তার চেয়ে ২২ গুণ বেশি। বাদশাহ বলেন, এই বাড়ি তিনি কোনো দিনই বিক্রি করবেন না।
১৯১৪ সালে ‘ভিলা ভিয়েনা’ নামে এ বাড়িটি তৈরি করেছিলেন নরিম্যান কে দুবাস। পরে নাম বদলে ‘জান্নাত’ হয়। আর ২০০১ সালে শাহরুখ খান ও গৌরী খান কিনে এটিকে নতুন নাম দেন— ‘মান্নাত’। জানা গেছে, কেনার সময় শাহরুখের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। তাই এক প্রযোজকের কাছ থেকে আগাম টাকা ধার নিয়ে সেই অর্থেই বাংলোটি কিনেছিলেন, যার দাম ছিল ১৩.২৩ কোটি রুপি। সেই সময় মান্নাতের অবস্থা খুব ভালো ছিল না; বড়সড় সংস্কারের প্রয়োজন ছিল।
এখন ছয়তলা এ বিলাসবহুল বাংলোয় রয়েছে ব্যক্তিগত সিনেমাহল, একাধিক শয়নকক্ষ, বাগান, কোয়ার্টারসহ নানান ঐতিহ্যবাহী সামগ্রী।
সোর্স: যুগান্তর
মন্তব্য করুন: