বলিউড বাদশা শাহরুখ খানকে রোমান্স কিং নামে ডাকেন অভিনেতার অনুরাগীরা। কয়েক বছর ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল হলিউডে অভিষেক হতে যাচ্ছে বলিউডে সবচেয় জনপ্রিয় তারকার। তবে নাম মাত্র চরিত্রে অভিনয় করতে রাজি নন। অপেক্ষায় ছিলেন ভালো গল্প ও চরিত্রের। এবার জানা গেছে হলিউডে পা রাখছেন শাহরুখ খান!
২০২২ সালের ঘটনা মার্কিন অভিনেতা অ্যান্থনি ম্যাকিকে জিজ্ঞাসা করা হয়েছিল ‘অ্যাভেঞ্জার্স’ টিমে কোনো বলিউ়ড তারকাকে বেছে নিতে হলে কাকে পছন্দ করবেন? ম্যাকি সরল জবাব ছিল— শাহরুখ খান।
এরপর এক সাক্ষাৎকারে কিং খানকেও প্রশ্ন করা হয়েছিল। তিনি যদি হলিউডে সুযোগ পান, তা হলে কোন ছবিতে অভিনয় করবেন? উত্তরে তিনি বলেন,’আমার যোগ্য চরিত্র যে পরিচালক দেবেন, তার ছবিতে অভিনয় করব। ছোটখাটো কোনো চরিত্রে মুখ দেখাতে যাব না। প্রযোজনে হলিউডে পা-ই রাখব না। কারণ বলিউড আমাকে মাথায় করে রেখেছে।’
সম্প্রতি নেটদুনিয়া ভেঁসে বেড়াচ্ছে এমন এক ভিডিও। সবকিছু ঠিক থাকলে মার্ভেল স্টুডিওর সঙ্গে হাত মেলাতে চলেছেন শাহরুখ। ইতিমধ্যে সোশ্যা মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতার ছবি। যা দেখে বলিউডের পাশাপাশি হলিউডেও উন্মাদনা তুঙ্গে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
হলিউডে অভিনয় গুঞ্জন ছড়াতেই শাহরুখের অনুরাগীরা তাকে ‘সাকার’ চরিত্রে দেখতে চায় বলে মন্তব্য করেছেন। তাদের প্রিয় নায়ককে হলিউডেও রাজত্ব করতে দেখতে চান। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে,গুঞ্জন সত্য হলে খুব শীঘ্রই হলিউড উড়ে যাবেন তিনি।
সূত্র: ঢাকা মেইল
মন্তব্য করুন: