ajbarta24@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে প্রথম ঘর বাঁধেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত।

৬৫ বছর বয়সে আবারও বিয়ে করলেন সঞ্জয় দত্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪ ১৭:১০ পিএম

Sanjay Dutt_01

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ১৯৯৬ সালে মারা যান রিচা। ১৯৯৮ সালে মডেল রিয়া পিল্লাইকে বিয়ে করেন বলিউডের এই জনপ্রিয় নায়ক। ২০০৮ সালে ভেঙে যায় তার দ্বিতীয় সংসারও। একই বছর মান্যতাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। তবে সবাইকে অবাক করে দিয়ে আবারও বিয়ে করলেন মুন্না ভাই খ্যাত অভিনেতা। কিন্তু নতুন কেউ নন, মান্যতা দত্তর সঙ্গেই সাতপাকে ঘুরলেন তিনি।

মান্যতা দত্তর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ১৬ বছর হলো। দীর্ঘ এই সময় পাড়ি দিয়ে আবারও সাতপাকে ঘুরলেন এই দম্পতি।
সঞ্জয় দত্ত-মান্যতা দত্তর সাতপাকে ঘোরার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, ৬৫ বছর বয়সি সঞ্জয় দত্তের পরনে জাফরান রঙের কুর্তা-পায়জামা, গলায় একটি তোয়ালে। মান্যতা পরেছেন সাদা রঙের সাধারণ পোশাক। সঞ্জয় দত্তর হাত ধরে তার পেছন পেছন ঘুরছেন মান্যতা।

সঞ্জয় দত্তর মুম্বাইয়ের বাড়ি সংস্কার করার পর পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পূজারত তোলা একটি ছবি মান্যতাও তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।


সেই অনুষ্ঠানে অগ্নিসাক্ষী রেখে স্ত্রী মান্যতাকে নিয়ে আবারও সাতপাকে বাঁধা পড়েছেন এই নায়ক।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর