বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ৭ আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে বলে হোয়াইট হাউসের এ-সংক্রান্ত আদেশে বলা হয়েছে।
নতুন পাল্টা শুল্কসহ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের ওপর কত শুল্ক দিতে হবে, তা আবারও আলোচনায় উঠে এসেছে। বাংলাদেশে গত বছর যুক্তরাষ্ট্রে যেসব পোশাক পণ্য রপ্তানি করেছে, সেগুলোতে শূন্য থেকে সর্বোচ্চ ৩২ শতাংশ পর্যন্ত শুল্ক ছিল।
নতুন পাল্টা শুল্ক যুক্ত হলে বাংলাদেশের পোশাক পণ্যে কার্যকর গড় শুল্কহার হবে ৩৬.৭৭ শতাংশ। তবে পোশাক খাতে অনেক পণ্য রয়েছে। তাই একেক পণ্যে একেক শুল্কহার হবে।
পোশাক ছাড়াও যুক্তরাষ্ট্রে জুতা রপ্তানিতে গত বছর কার্যকর গড় শুল্কহার ছিল সাড়ে ৮ শতাংশ। পাল্টা শুল্ক আরোপের ফলে কার্যকর গড় শুল্ক দাঁড়াতে পারে ২৮.৫০ শতাংশ। এই খাতে পণ্যভেদে শূন্য থেকে সর্বোচ্চ ৫৫ শতাংশ শুল্কহার রয়েছে।
চামড়াজাত পণ্যে গত বছর কার্যকর গড় শুল্কহার ছিল ১২.২০ শতাংশ। এখন পাল্টা শুল্ক কার্যকর হলে তার হার বেড়ে দাঁড়াবে ৩২.২০ শতাংশে।
সোর্স: প্রথম আলো
মন্তব্য করুন: