ajbarta24@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

আম ও ইলিশ আমদানিতে আগ্রহ চীনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫ ১৪:০৪ পিএম

ফাইল ছবি

বাংলাদেশ থেকে আম ও ইলিশ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছেন চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো। গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠককালে তিনি এই আগ্রহের কথা জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

গভর্নর ওয়াং ইউবো বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে চমৎকার অবস্থানে রয়েছে। সম্প্রতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর আমাদের দ্বিপক্ষীয় বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এ ধারাবাহিকতায় ইউনান প্রদেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আন্তরিকভাবে আগ্রহী।

ওয়াং ইউবো জানান, চট্টগ্রাম-কুনমিং সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের ব্যবসা ও পর্যটন আরও বেগবান হবে।

ইউনানে বাংলাদেশের পণ্যের বিশেষ চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষত মৌসুমি ফল—যেমন আম এবং ইলিশ মাছের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

সোর্স: আজকের পত্রিকা






মন্তব্য করুন:

সম্পর্কিত খবর