[email protected] শনিবার, ৯ আগস্ট ২০২৫
২৫ শ্রাবণ ১৪৩২

রিমান্ডের ১ম দিনেই অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি পলক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪ ২৩:১১ পিএম

ফাইল ছবি

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগে আনা হয়েছে। যাত্রাবাড়ি থানার মামলায় রিমান্ডে থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে যাত্রাবাড়ি থানা-পুলিশ।

যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম বলেন, যাত্রাবাড়ি থানার মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন তিনি। আজকেই রিমান্ডের প্রথম দিন ছিল। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাঁকে ঢাকা মেডিকেলে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগে চিকিৎসাধীন আছেন।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর