‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
৫ আগস্ট দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। উল্লসিত জনতা তার সরকারি বাসভবন গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দখল নেয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওপর পতাকা নিয়ে জনতার উল্লাসের ছবি এসেছে উদ্বোধনী খাম আর দুটি স্মারক ডাকটিকেটে।
একটি ডাকটিকেটে গণভবনের ছাদে পোলের ওপর উঠে পতাকা ওড়ানোর দৃশ্য এবং আরেকটিতে মুক্তির সূর্যের প্রচ্ছদপটে জুলাইযোদ্ধা একটি মেয়ে এবং একটি ছেলের ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
প্রতিটি ডাকটিকেটের দাম ১০ টাকা করে। আর উদ্বোধনী খামসহ দাম ৫০ টাকা।
সোর্স: বিডিনিউজ২৪.কম
মন্তব্য করুন: