[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নতুন নাম: ‘বাংলাদেশ স্যাটেলাইট-১'

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০২ পিএম

সংগৃহীত

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি। এ বিষয়ে এরই মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিএসসিএলের জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের এক সিদ্ধান্তে নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সেটি প্রজ্ঞাপন আকারে আসবে।

বিএসসিএল সূত্রে জানা গেছে, স্যাটেলাইটের সঙ্গে আরো কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের জন্যও মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএসসিএল। এর মধ্যে গাজীপুর ও বেতবুনিয়ার সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্রগুলোর নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া করার অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত মাসে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়। ১৬ জানুয়ারির সেই বৈঠকে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা বা প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের উদ্দেশে উপদেষ্টা পরিষদ-বৈঠকের আলোচনা অনুযায়ী সকল মন্ত্রণালয় বা বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১১ মে বাংলাদেশের প্রথম স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

সোর্স: বণিক বার্তা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর