[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে গ্রেপ্তার আরও ৮১ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০২ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১:৩০ পিএম

গ্রাফিক্স

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৬৯ জন এবং জেলা পুলিশের অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান শুক্রবার মহানগরীর দাক্ষিণখানে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার পর শনিবার ১৬ জন, রোববার ৬৫ জন, সোমবার রাতে ১০০ জন, সোমবার দিনে ৭৩ জন এবং আজ মঙ্গলবার মেট্রোপলিটন ও জেলায় ৮১ জনসহ এই চার দিনে সর্বমোট ৩৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন , আটককৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামী রাজনীতির সাথে জড়িত।

এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই ৭৩ জনের মধ্যে ৪২ জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর