সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, দুই বছরের উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে মানুষের ক্রয় সক্ষমতা কমেছে প্রায় ৬ শতাংশ। যার প্রভাবে নতুন করে প্রায় ৭৮ লাখ দরিদ্র হয়েছে। আর প্রায় ৯৮ লাখ মানুষ দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে। ফলে সব মিলিয়ে প্রায় ১ কোটি ৭৮ লাখ জনগোষ্ঠী দরিদ্র হওয়ার পথে রয়েছে।
দেশে গত দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান রয়েছে। এর প্রভাবে ১ কোটি ৭৮ লাখ মানুষ দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে র্যাপিডের এক গবেষণায় উঠে এসেছে।
আজ রোববার (১৫ ডিসেম্বর) সকালে সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, দুই বছরের উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে মানুষের ক্রয় সক্ষমতা কমেছে প্রায় ৬ শতাংশ। যার প্রভাবে নতুন করে প্রায় ৭৮ লাখ দরিদ্র হয়েছে। আর প্রায় ৯৮ লাখ মানুষ দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে। ফলে সব মিলিয়ে প্রায় ১ কোটি ৭৮ লাখ জনগোষ্ঠী দরিদ্র হওয়ার পথে রয়েছে।
সেমিনারে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. এম এ রাজ্জাজ এসব তথ্য তুলে ধরেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সূত্র: বণিক বার্তা
মন্তব্য করুন: