[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

রসুলপুর ফায়ারিং রেঞ্জে বিমানবাহিনীর গুলির মহড়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪ ২০:১১ পিএম
আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ৮:৫৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ বিমানবাহিনী বুধবার (২৭ নভেম্বর) টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া-২০২৪ (এক্সারসাইজ ফ্ল্যাশ পয়েন্ট) পরিচালনা করেছে। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, মহড়ায় সেনা, নৌ, বিমানবাহিনীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই প্রদর্শনীর প্রাথমিক উদ্দেশ্য বিমানবাহিনীর অপারেশনাল সক্ষমতা প্রদর্শন করা এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। মূলত এই মহড়ার মাধ্যমে বিমানবাহিনীতে বিদ্যমান সমরাস্ত্রের কার্যকরী যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করে এর দুর্বল দিকগুলো নির্ণয় করে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়, যা ভবিষ্যতে আরো উন্নত প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীতে বিদ্যমান যুদ্ধবিমান, পরিবহন বিমান এবং হেলিকপ্টার অংশগ্রহণ করে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর