প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম
দীর্ঘ অবকাশ ছুটি কাটিয়ে নিয়মিত বিচারকাজে ফিরতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এসব বেঞ্চ বিচারকাজে বসবে আগামী ২০ অক্টোবর থেকে।
প্রধান বিচারপতির এ সংক্রান্ত আদেশ ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ২০ অক্টোবর রোজ রবিবার সকাল সাড়ে ১০টা হইতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হইলো।
গত ৫ আগস্ট সরকার পতনের আগের দিন হাইকোর্টের ৫৩টি বেঞ্চে বিচারকাজ চলে। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তী সরকার গঠন, পরিবর্তিত পরিস্থিতিতে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে ১০ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। নতুন প্রধান বিচারপতি নিয়োগের পর ১২ আগস্ট থেকে হাইকোর্টের ৮ বেঞ্চে বিচারকাজ শুরু হয়।
পরদিন ৯ বেঞ্চ গঠন করা হয় আরো এক বেঞ্চ বাড়িয়ে। এরমধ্যে হাইকোর্ট বিভাগের চার বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পান। এরপর ১৮ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫১টি বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। এসব বেঞ্চে বিচারকাজ চলার মধ্যে গত ৮ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়।
গত বৃহস্পতিবার এই ছুটি শেষ হয়েছে। তবে দু্ইদিন সাপ্তাহিক ছুটির বন্ধের কারণে আগামী ২০ অক্টোবর খুলবে দেশের সর্বোচ্চ আদালত। অবকাশ ছুটির আগে-পরে সরকারি-সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ৪৪ দিন বন্ধ ছিল সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারকাজ।
এই অবকাশ ছুটির মধ্যে গত ৮ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয় সরকার। আর গত বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে হাইকোর্টের ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি।
মন্তব্য করুন: