[email protected] বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২

পেরুতে সন্ধান মিলল ৩৫০০ বছরের পুরোনো এক নগরীর!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ১৮:০৭ পিএম

ফাইল ছবি

পৃথিবীর ইতিহাসে আবারও এক নতুন চমক এনে দিল দক্ষিণ আমেরিকার পেরু। দেশটির উত্তরাঞ্চলের বারাঙ্কা প্রদেশে প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন এক প্রাচীন শহর, যার বয়স প্রায় ৩৫০০ বছর। ‘পেনিকো’ নামের এই শহরটি হতে পারে আমেরিকার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। গত ৬ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ৬ জুলাইয়ের প্রতিবেদনে জানানো হয়, ‘পেনিকো’ শহরটি লিমা থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ মিটার উঁচুতে অবস্থিত। গবেষকদের মতে, এটি খ্রিস্টপূর্ব ১৮০০ থেকে ১৫০০ সালের মধ্যে গড়ে ওঠে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জনগোষ্ঠী, আন্দিজ পর্বতমালা এবং আমাজন অঞ্চলের মধ্যে বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়ের কেন্দ্র হিসেবে কাজ করত।

ড্রোনচিত্রে শহরটির একটি পাহাড়ের ঢালে গোলাকৃতি একটি স্থাপনার চিহ্ন দেখা গেছে, যার চারপাশে রয়েছে মাটি ও পাথরের তৈরি বহু ধ্বংসাবশেষ। খননকার্যে এখন পর্যন্ত সেখানে ১৮টি প্রাচীন স্থাপনার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে উপাসনালয়, ধর্মীয় কেন্দ্র এবং বসবাসযোগ্য ঘরবাড়ি।

এসব স্থাপনায় মিলেছে বিভিন্ন ধর্মীয় সামগ্রী, মানুষের ও পশুর মূর্তি এবং ঝিনুক-পুঁতির তৈরি অলংকার, যা প্রাচীন সমাজের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের পরিচয় বহন করে। এই শহরটির অবস্থান আমেরিকার প্রাচীনতম সভ্যতা কারালের কেন্দ্রস্থল সুপে উপত্যকার কাছাকাছি। কারাল গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ৩০০০ সালের দিকে, যেখানে বিশাল পিরামিড, সেচব্যবস্থা এবং ৩২টি স্মৃতিস্তম্ভ রয়েছে।

বিশ্বাস করা হয়, কারাল সভ্যতা ভারত, মিসর, সুমের ও চীনের মতো সভ্যতার সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ ছাড়াই গড়ে উঠেছিল। এই নতুন আবিষ্কার সেই সভ্যতার ধারাবাহিকতা ও বিকাশের ইতিহাসে নতুন জানালা খুলে দিতে পারে।

প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ড. রুথ শ্যাডি, যিনি ১৯৯০-এর দশকে কারাল আবিষ্কার করেছিলেন, তিনিই পেনিকোর এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। তিনি বলেন, “পেনিকো একটি কৌশলগত বাণিজ্যকেন্দ্র ছিল, যা উপকূল, পর্বত ও জঙ্গল—তিন অঞ্চলকে একত্র করত।” পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ববিদ মার্কো মাচাকুয়াই বলেন, “পেনিকোর গুরুত্ব কেবল এর বয়সে নয়, বরং এটি কারাল সভ্যতার উত্তরাধিকারের প্রমাণ।” 

সোর্স: ইনকিলাব

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর