২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য বছরের প্রথম দুই দিনে তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ জানুয়ারি) থেকে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শীর্ষস্থানীয় ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে বলে জানা গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য বছরের প্রথম দুই দিনে তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ জানুয়ারি) থেকে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শীর্ষস্থানীয় ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে বলে জানা গেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১ জানুয়ারি)। এদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলবে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। এবার কোটাধারীদের পাস নম্বর বৃদ্ধির পাশাপাশি থাকছে কিছু পরিবর্তন।
আগামী ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত ভর্তির আবেদন ফি জমা দেওয়া যাবে। ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার কোটাধারীদের পাস নম্বর বাড়িয়ে ৪০ করা হয়েছে। গত বছর ছিল ৩৫।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে শুরু হবে, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো ও পরীক্ষায় পাসের নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাসের নম্বর ৩৩ শতাংশ থেকে বাড়িতে ৩৫ শতাংশ করা হয়েছে।
গত ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যলয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষার ফি ও ভর্তি পরীক্ষায় পাসের নম্বর ৩৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩৫ শতাংশ করা হয়েছে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন অনুষদের অধীনে ১১টি বিভাগে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন ১ জানুয়ারি (বুধবার) সকাল ১০টা হতে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীকে ৩০০ টাকা ফি প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞান বিভাগে এইচএসসি কিংবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ২০ এর মধ্যে সর্বমোট কমপক্ষে ১৮.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।
আবেদনের পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য ১২ হাজার ৮০০ জন প্রার্থীদের তালিকা ২০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১ হাজার টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। যোগ্য প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ২২ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেখে সাড়ে ১১টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার সম্ভাব্য তারিখ ২৩ মার্চ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে গণিতে ৬০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: