ajbarta24@gmail.com সোমবার, ৩১ মার্চ ২০২৫
১৭ চৈত্র ১৪৩১

শুরুতেই এমপিওভুক্ত হচ্ছে দেড় হাজার ইবতেদায়ি মাদ্রাসা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫ ১৬:০৩ পিএম

ফাইল ছবি

শিক্ষক নেতাদের দাবির মুখে বিগতদিনের সব মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিবই বলেছেন, ধাপে ধাপে সব ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে। মাত্র দেশ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গত বুধবার দেড় হাজারের কিছু বেশি ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। এখন নিয়ম অনুযায়ী এ প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে মাদ্রাসাগুলো এমপিওভুক্তির কাজ শুরু হবে।

কবে নাগাদ এমপিওভুক্ত করার কার্যক্রম শেষ হবে জানতে চাইলে মাদ্রাসা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, বহু বছর আগে থেকে যেসব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদান পেয়ে আসছেন শুধু তারাই এমপিওভুক্ত হবেন। এই সংখ্যা দেড় হাজারের কিছু বেশি। শুধু এগুলোতেই শিক্ষার্থী আছেন। বাকী অনেক মাদ্রাসায় শিক্ষার্থী নেই, শিক্ষক নেই, বাস্তবে অস্তিত্ব নেই কিন্তু ননএমপিওর তালিকায় আছে। সেগুলো নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেই। ধাপে ধাপে কিছু হলেও সেটার সংখ্যা এখনই বলা যাচ্ছে না। আগামী মে মাস থেকে দেড় হাজার মাদ্রাসার সব শিক্ষক-কর্মচারী এমপিওর টাকা হাতে পেতে পারেন।

সারা দেশে ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে প্রায় ১৬ হাজার। এসব মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী রয়েছেন প্রায় ১ লাখ। আর শিক্ষার্থী রয়েছে ১২ লাখের মতো। তবে, একাধিক সংস্থা ও ইউএনওদের পাঠানো প্রতিবেদনে শিক্ষার্থী সংখ্যা অনেক কম।

জানা যায়, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার প্রস্তাব বুধবার অনুমোদন করেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ প্রস্তাব প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন পেলে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বরধারী (ইআইআইএন) ১ হাজার ৫১৯টি মাদ্রাসা এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু হবে।

প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গত জানুয়ারিতে রাজধানীর শাহবাগ এলাকায় তাঁদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় লাঠিপেটাও করে পুলিশ। এরপর ধারাবাহিক আন্দোলনের মুখে গত ২৮ জানুয়ারি ইবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণ করার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

বর্তমানে ইবতেদায়ি মাদ্রাসার প্রধানেরা মাসিক ৩ হাজার ৫০০ ও সহকারী শিক্ষকেরা ৩ হাজার ৩০০ টাকা অনুদান পান।

এর আগে করোনার মধ্যে একটা ভুয়া খবর ছড়িয়েছিলো ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে। সেবার বলা হয়েছিলো সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। এবারও বলা হচ্ছে সব মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে। বাস্তবে যাদের শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, পাঠদান হয় শুধু তারাই ধাপে ধাপে এমপিওভুক্ত হতে পারে।

শিক্ষক নেতাদের দাবির মুখে বিগতদিনের সব মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিবই বলেছেন, ধাপে ধাপে সব ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর