রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য ইউক্রেনে সেনা প্রেরণের অভিযোগ রয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। পিয়ংইয়ংয়ের কথিত এই পদক্ষেপের প্রতিবাদ জানাতে সোমবার (২১ অক্টোবর) সিউলে কর্মরত রুশ রাষ্ট্রদূত গেওরগি জিনোভিয়েভকে ডেকে পাঠিয়েছেন দক্ষিণ কোরিয়ার ফার্স্ট ভাইস ফরেন মিনিস্টার কিম হং-কিউন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে রাশিয়া থেকে উত্তর কোরিয়ার সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জিনোভিয়েভকে আহ্বান করেছেন হং-কিউন।
অবশ্য, উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য কিছু সামরিক কর্মী পাঠিয়ে থাকতে পারে- দক্ষিণ কোরিয়ার এমন অভিযোগ আগেও প্রত্যাখ্যান করেছিল মস্কো।
কিম বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার সেনা সদস্যদের অংশগ্রহণ জাতিসংঘ সনদের মারাত্মক লঙ্ঘন। তাদের এমন কর্মকাণ্ড দক্ষিণ কোরিয়াসহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।
ওই বিবৃতিতে কিমকে উদ্ধৃত করে আরও বলা হয়, ‘রাশিয়ায় সেনা প্রেরণসহ যেকোনও রকম অবৈধ সামরিক কার্যকলাপের জন্য আমরা উত্তর কোরিয়ার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। তাদের কারণে আমাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। উত্তর কোরিয়াকে প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে বৈধ সব উপায়েই আমরা প্রচেষ্টা চালাবো।’এদিকে, রাশিয়ার দূতাবাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, পিয়ংইয়ং ও মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ বলে কিমকে আশ্বস্ত করেছেন জিনোভিয়েভ। দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা হুমকির মুখে ফেলে, এমন কোনও কার্যকলাপে তারা জড়িত নয় বলে নিশ্চিত করেছেন তিনি।
এদিকে, দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা গত সপ্তাহে দাবি করে যে, রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে প্রশিক্ষণের জন্য স্পেশাল ফোর্সের এক হাজার ৫শ সদস্য প্রেরণ করেছে উত্তর কোরিয়া। ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে তাদের ব্যবহার করা হতে পারে বলে মত প্রকাশ করেছিল গোয়েন্দা সংস্থা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ায় ১০ হাজার সেনা প্রেরণ করতে যাচ্ছে পিয়ংইয়ং। দেশটির অবৈধ কার্যকলাপ বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বৈশ্বিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন: