স্পেনের শীর্ষ স্টিল নির্মাতা প্রতিষ্ঠান সিডেনর মঙ্গলবার (১ জুলাই) জানিয়েছে, তারা আর ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করবে না। স্থানীয় সংবাদমাধ্যম কাদেনা সেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, আইরিশ প্রকাশনা দ্য ডিচ জানায়, গত বছরের আগস্ট থেকে ১০ মাসে সিডেনর ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান আইএমআই সিস্টেমসের কাছে ১,২০৭ টন স্টিল বার রপ্তানি করেছিল।
বাস্ক অঞ্চলের এই কোম্পানি জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের ফলে আর্থিক প্রভাব খুব সামান্যই হবে, কারণ ইসরায়েল থেকে তাদের মোট বিক্রির মাত্র ০.৫ শতাংশ আসে।
সিডেনর এক বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্ত স্পেন সরকারের আহ্বানের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যেখানে সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে বলেছে।
স্পেনের ভোক্তা বিষয়ক মন্ত্রী পাবলো বুস্তিন্দুয়ি সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাইতে বলেন, “সিডেনর সামাজিক চাপে নতি স্বীকার করেছে।” তিনি স্পেনের ব্যবসায়ী সংগঠনের প্রধানের প্রতিক্রিয়ারও অপেক্ষায় রয়েছেন। স্পেন সরকার স্প্যানিশ কোম্পানিগুলোকে ইসরায়েলের দখলদারিত্ব, বর্ণবৈষম্য ও ফিলিস্তিনি জনগণের গণহত্যার সঙ্গে জড়িতদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে।
স্পেন সরকার জানিয়েছে, গাজায় হামলা শুরুর পর থেকে তারা ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য স্থগিত করেছে, যদিও কয়েকটি চুক্তি এখনও কার্যকর রয়েছে বলে জানা গেছে।
ইউরোপে মধ্যে ইসরায়েলের সমালোচক দেশগুলোর একটি স্পেন। গত বছর তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নকে সমালোচনা করে বলেন, ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করলেও ইইউ তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করতে ব্যর্থ হয়েছে।
সোর্স: ntv
মন্তব্য করুন: