ajbarta24@gmail.com বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
২৪ পৌষ ১৪৩১

ভারতে ১৪টি ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম

গ্রাফিক্স

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালিত ১৪টি ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক দেখা দেয়। এ কারণে ঘুরিয়ে দিতে হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। বিভিন্ন ফ্লাইটে দিতে হয়েছে বাড়তি নিরাপত্তা। এর মধ্যে লন্ডন থেকে দিল্লিগামী এক বিমানে এমন হুমকি আসে। এর জেরে বিমানটিকে ঘুরিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। ভারতীয় ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমানে শুক্রবার এ ঘটনার পর তল্লাশি চালা

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ২৪ ঘণ্টায় বোমা হামলার হুমকি পাওয়া ১৪টি ফ্লাইটের মধ্যে ৫টি ইন্ডিয়া, ৫টি আকাসা, ৩টি ভিস্তারা ও একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের।

লন্ডন থেকে দিল্লিগামী এক বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়। কিন্তু পরে এই হুমকি ভুয়া বলে জানায় কর্তৃপক্ষ। এ ছাড়া শনিবার সকালে আরও দুটি হুমকি পেয়েছে ভিস্তারা। এসব ফ্লাইট প্যারিস ও হংকংগামী। এ ছাড়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুবাই থেকে জয়পুরে আসা একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি আসে। পরে জানা যায়, এটিও ভুয়া।

এদিকে শুক্রবার বেঙ্গালুরু-মুম্বাই কিউপি ১৩৬৬ আকাসা এয়ারের বিমানেও বোমাতঙ্ক দেখা দিয়েছিল। বিমানটি আকাশে ওড়ার কিছু আগেই একটি হুমকি বার্তা আসে। এরপর নিয়ম মেনে সব যাত্রীদেরই বিমান থেকে নীচে নামানো হয়। স্থানীয় পুলিশ বিমানটির তল্লাশি চালায়।

এর আগে গত সোমবার তিনটি বিদেশগামী ভারতীয় বিমানে বোমা ছিল বলে হুমকি আসে। এর মধ্যে দুটি বিমান ইন্ডিগো সংস্থার, একটি এয়ার ইন্ডিয়ার। মুম্বাই থেকে ইন্ডিগো সংস্থার বিমান দুটির ওড়ার কথা ছিল। একটির গন্তব্য ছিল মাসকট, অন্যটি জেদ্দায় নামার কথা ছিল। দুটি বিমানে যাত্রীর সংখ্যা ছিল ২৫৮। হুমকির কারণে বিঘ্নিত হয় বিমান দুটির যাত্রা।

এ নিয়ে গত এক সপ্তাহে ৭০টি ফোন আসে এই বোমাতঙ্ক নিয়ে। তবে প্রতিটিই ভুয়া বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এসব ফোনে কিছু কমন কথা ছিল। যেমন, ‘বোমা’, ‘সর্বত্র রক্ত ছড়িয়ে পড়বে’, ‘বিস্ফোরক তথ্য’, ‘এটি ভুয়া না’, ‘আপনারা সবাই মারা যাবেন’, ‘বোমা রাখা হয়েছে’।

এসব ঘটনায় যুক্ত থাকার দায়ে সম্প্রতি ছত্তিসগড় থেকে ১৭ বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। কয়েকটি হামলার হুমকি এসেছে ভারতের বাইরে থেকে। এর মধ্যে লন্ডনও রয়েছে। তবে ভিপিএন ব্যবহারের কারণে এগুলো শনাক্ত করা যাচ্ছে না।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর