ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

কৃষ্ণসাগরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন: হোয়াইট হাউস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫ ১৪:০৩ পিএম

ফাইল ছবি

কৃষ্ণ সাগরে জাহাজের উপর সামরিক হামলা এড়াতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার (২৫ মার্চ) সৌদি আরবে শেষ হওয়া উভয় দেশের আলোচনার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, উভয় দেশই কৃষ্ণ সাগরে সামরিক হামলা যাতে না হয় সেই বিষয়ে একমত হয়েছে। রাশিয়া সংঘাতের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উপযোগী আলোচনা চালিয়ে যাবার কথা জানিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে হোয়াইট হাউস।

এর আগে সৌদি আরবে শান্তি আলোচনা চলাকালীন ইউক্রেনের সুমিতে রাশিয়ার হামলায় বেশ কিছু বেসামরিক নাগরিক আহত হয়েছে। ইউক্রেন জানিয়েছে, হামলার সময় কয়েক ডজন ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

তবে নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। মার্কিন হস্তক্ষেপের যে কোনো আলোচনা সমর্থনের দাবিও করেছে দেশটি। দু’দেশের এই সিদ্ধান্তের ফলে কৃষ্ণ সাগরের বাইরে যে কোনো হামলাকে চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে রোববার সৌদি আরবে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় সোমবার রাশিয়ার সঙ্গে আলোচনা করে তারা। তাদের মাধ্যমে দুই পক্ষেরই প্রতিনিধি হিসেবে এই শান্তি স্থাপনের চেষ্টা চালানোকে ‘শাটল কূটনীতি’ বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্র।

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধ বন্ধে প্রচেষ্টা জোরদার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেন। ওই ফোনালাপের ধারাবাহিকতায় সৌদি আরবে উভয় পক্ষের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়গুলো ঠিক করতে এই বৈঠকের আয়োজন করা হয়।

সোর্স: চ্যানেল 24

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর