ajbarta24@gmail.com সোমবার, ৩১ মার্চ ২০২৫
১৬ চৈত্র ১৪৩১

ইসরায়েলি সেনাদের ওপর বনবিড়ালের আক্রমণ, স্যোশাল মিডিয়ায় প্রশংসার জোয়ার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫ ১৬:০৩ পিএম

সংগৃহীত

অবশেষে সামান্য একটি বন বিড়ালের কাছে পর্যদুস্ত হলো ইসরায়েল। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে এমন গুঞ্জন। জানা যায়, সীমান্ত অতিক্রম করে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আক্রমণ করে গুরুতর জখম করেছে ঐ বন্যপ্রাণিটি। এদিকে বিষয়টি ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে প্রচার করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

নেটদুনিয়ায় ভাইরাল বিড়ালটির এমন বীরত্বের জন্য হামাস নেতা ইয়াহিয়া আল সিনোয়ারের সাথে মিল রেখে করা হয়েছে নামকরণও। বাঘা বাঘা আরবীয় মুসলিম নেতারা যখন ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন তখন বন বিড়ালের বাঘের মতো এমন আক্রমণ প্রশংসায় ভাসাচ্ছে নেট দুনিয়ায়।

এদিকে ইজিপ্টীয় লিঙ্কস (বন বিড়াল) ইসরায়েলের হারিফ পাহাড়ের কাছে একটি মিলিটারি বেস ক্যাম্পে ঢুকে, কয়েকজন সৈন্যকে আক্রমণ করে গুরুতরভাবে জখম করায় সোশ্যাল মিডিয়ায় এটি দ্রুত ভাইরাল হয়ে গেছে।
অনেকে বলছেন, "যা হয়েছে, তা তাদের প্রাপ্য ছিল," আবার কেউ কেউ মজার ছলে মন্তব্য করছেন, "এখন কি লিঙ্কসটির বিরুদ্ধে কোনও বিচার করা হবে?"

এই ঘটনায় ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, সৈন্যরা জানায় যে, সীমান্তে এক বন্য প্রাণী আক্রমণ করেছে, তবে ঘটনা কতটা মারাত্মক ছিল তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়।
এদিকে ইসরায়েলি বন্যপ্রাণী পরিদর্শকরা শেষ পর্যন্ত লিঙ্কসটিকে ধরতে সক্ষম হয় এবং সেটিকে পরীক্ষা করার জন্য একটি বিশেষ কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইসরায়েলি মিডিয়া ধারণা করছে যে, প্রাণীটি সম্ভবত মিসর থেকে সীমান্ত পার হয়ে আসতে পারে, তবে এর কোনো নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি।

উল্লেখ্য, লিঙ্কসটি প্রায় ৬০ থেকে ৯০ সেন্টিমিটার লম্বা, ৮ থেকে ২০ কেজি ওজনের, এবং কাঁধের উচ্চতা প্রায় আধা মিটার। এটি একটি দক্ষ শিকারি—এর তীক্ষ্ণ দাঁত, শক্তিশালী নখ এবং দ্রুত লাফানোর ক্ষমতা রয়েছে। সাধারণত এটি ছোট প্রাণী যেমন ইঁদুর, খরগোশ বা পাখি শিকার করে, তবে বড় প্রাণীও শিকার করতে পারে। ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে সক্ষম এই প্রাণীটি সাধারণত ১২ থেকে ১৫ বছর বাঁচে, তবে বন্দিশালায় ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে।

সোর্স: ইনকিলাব

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর