যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। অভিবাসননীতির কড়াকড়ি আরোপে ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপ এটি। শুক্রবার (২১ মার্চ) মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চার দেশ থেকে আসা এসব অভিবাসীরা ২০২২ সালের অক্টোবরের পর যুক্তরাষ্ট্রে থাকা শুরু করে। তাদের ফেডারেল সরকারের নোটিশে বলা হয়েছে, এসব অভিবাসীকে ২৪ এপ্রিলের আগে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের পারমিট ও বহিষ্কার সুরক্ষা বাতিল করা হবে।
কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা- এই চার দেশ থেকে উচ্চমাত্রার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ২০২২ সালে ভেনেজুয়েলাবাসীর জন্য অস্থায়ী আইনি মর্যাদায় প্রবেশাধিকার চালু করেন বাইডেন। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে এই সুবিধা কিউবা, হাইতি ও নিকারাগুয়ার অভিবাসীদেরও দেয়া হয়।
তবে দ্বিতীয়বার ক্ষমতায় এসে কঠোর অভিবাসন নীতি নিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নিয়েছেন। তার মতে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এ জন্য তিনি ২০ জানুয়ারির এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন।
এর আগে গত ৬ মার্চ ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করা হবে কি না, সে বিষয়েও তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যেই প্রত্যাহার করার পরিকল্পনা করছে।
সোর্স: বণিক বার্তা
মন্তব্য করুন: