ajbarta24@gmail.com বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্রে বিজ্ঞানীদের চাকরি চলে যাওয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫ ১৩:০৩ পিএম

সংগৃহীত

বিজ্ঞানীদের চাকরি চলে যাওয়ায় যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে ন্যাশনাল ওশেনিক এন্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) ভবনের সামনে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ট্রাম্প প্রশাসন তাদের চাকরিচ্যুত করায় সোমবার (৩ মার্চ) তার এই বিক্ষোভের জন্য জড়ো হয়। বর্তমানে নোয়ায় কাজ করা দুজন কর্মী জানিয়েছেন, প্রায় ১০ শতাংশ বিজ্ঞানীদের চাকরি থেকে সরিয়ে দেয়া হয়েছে। খবর রয়টার্স

বিক্ষোভের আয়োজন করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান ডেভিড স্ক্যাগজ। তিনি কলোরাডোর একজন ডেমোক্র্যাট এবং বোল্ডারে অবস্থিত নোয়া ভবনটি তার নামে নামকরণ করা হয়েছে। তিনি বলেন, ধারণা ছিল হয়তো শতাধিক মানুষ এই বিক্ষোভে অংশ নিতে পারে। কিন্তু পুলিশ জানিয়েছে, বিক্ষোভে প্রায় ১ হাজার মানুষ অংশগ্রহণ নেয়।

স্ক্যাগজ বলেন, এই বিক্ষোভটি আমেরিকানদের উদ্বেগকে প্রতিফলিত করেছে। কারণ ট্রাম্প প্রশাসন তার ফেডারেল সরকার পুনর্গঠনের জন্য এবং খরচ কমানোর জন্য অনেক সরকারি কর্মকর্তাকে চাকরি চ্যুত করেছে।

তিনি আরও বলেন, গতকাল আমি গির্জায় ছিলাম এবং দেশের জন্য কাঁদছিলাম। কারণ বর্তমান পরিস্থিতি আমাদের জন্য ব্যাপক উদ্বেগের। এই মুহূর্তে সঠিক পথ খুঁজে বের করার জন্য আমাদের সাহস এবং প্রফুল্লতা দরকার।

কংগ্রেসশনাল সূত্র জানিয়েছে, গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন নোয়ার প্রায় আট শতাধিক কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এই সংস্থার বর্তমান দুজন কর্মী জানান, গত সপ্তাহে ১০ শতাংশ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তারা তাদের নাম প্রকাশ করেনি। নাম প্রকাশ পেলে তারাও হয়ত চাকরি হারাবেন।

এই দুজন বিজ্ঞানীসহ অন্যরা বলছেন, নোয়া থেকে চাকরি চ্যুতির ফলে আবহাওয়ার বার্তা নিয়ে ব্যাপক সংকট দেখা দিতে পারে। কারণ এখানে যারা কাজ করতেন তারা স্যাটেলাইট ব্যবহার করে মহাকাশের আবহাওয়ার তথ্য সংগ্রহণ করতেন। যার মাধ্যমে পাওয়ার গ্রিডে বিঘ্ন সংক্রান্ত পূর্বাভাস দেয়া হত। এছাড়া দাবানল, টর্নেডো এবং হ্যারিকেন সম্পর্কিত পূর্বাভাস প্রচার করা হত।

সোর্স: চ্যানেল 24

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর