রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার যৌথভাবে তিনজনকে পুরস্কার দেয়া হয়েছে। তারা হলেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন এম.জাম্পার। ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের নাগরিক। ডেমিস হাসাবিস ও জন জাম্পার যুক্তরাজ্যের।
বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিটে সুইডেনের রাজধানী স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
ঘোষণায় কমিটি জানিয়েছে, ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ ডেভিড বেকারকে পুরষ্কারের অর্ধেক এবং ‘প্রোটিন গঠনের পূর্বাভাসের জন্য’ বাকি অর্ধেক যৌথভাবে ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে দেয়া হবে। সংস্থাটি আরও বলেছে, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুসঙ্গ প্রোটিনকে প্রাধান্য দিয়ে এ বছর রসায়নে নোবেল দেয়া হয়েছে। নোবেলজয়ী ডেভিড বেকার একেবারে নতুন ধরনের প্রোটিন তৈরি করেছেন। অপরদিকে ডেমিস হাসাবিস ও জন জাম্পার এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছেন যা দিয়ে ৫০ বছরের পুরানো ‘প্রোটিনের জটিল কাঠামো অনুমান করার’ সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে।গত সোমবার (গত ৭ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘মাইক্রো আরএনএ আবিষ্কার ও পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য’ যৌথভাবে দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুনকে নোবেল পুরস্কার দেয়া হয়। মঙ্গলবার (৮ অক্টোবর) পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলার বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ যৌথভাবে পুরস্কার পান জন জে. হপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন।
মন্তব্য করুন: