[email protected] শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

ভিডিও থেকে আয়ের নতুন নীতিমালা ঘোষণা করল ইউটিউব!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৫ ১২:২৩ পিএম

ফাইল ছবি

বর্তমান সময়ে অনেকেই ইউটিউবে ভিডিও কনটেন্ট নির্মাণ করে আয় করছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই ইউটিউব থেকে আয়ে আগ্রহী। আর এবার এ বিষয়ে নতুন নীতিমালার ঘোষণা করেছে ইউটিউব। জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব আনতে যাচ্ছে বড় পরিবর্তন।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়,  আগামী ১৫ জুলাই ২০২৫ থেকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের (YPP) নতুন মনিটাইজেশন নীতিমালা কার্যকর হতে যাচ্ছে, যেখানে ‘mass-produced’, ‘repetitious’ এবং ‘inauthentic’ ভিডিও আর বিজ্ঞাপন আয়ের যোগ্য হিসেবে বিবেচিত হবে না।

নতুন নীতিমালার মাধ্যমে ইউটিউব মূলত এমন কনটেন্ট নির্মাতাদের নিরুৎসাহিত করতে চাইছে, যারা খুব কম পরিশ্রমে, অরিজিনাল আইডিয়া ছাড়াই, অন্যের কনটেন্ট নকল করে বা এআই টুল ব্যবহার করে বারবার একই ধরনের ভিডিও তৈরি করছেন।

ইউটিউব এক বিবৃতিতে জানিয়েছে, আমরা সবসময়ই পার্টনার প্রোগ্রামে অংশ নিতে আগ্রহী কনটেন্ট নির্মাতাদের কাছে আসল ও মানসম্মত ভিডিও প্রত্যাশা করি। আগামী ১৫ জুলাই থেকে আমাদের নতুন গাইডলাইন অনুযায়ী ‘mass-produced’ এবং ‘repetitious’ কনটেন্ট আরও ভালোভাবে শনাক্ত করে তা মনিটাইজেশন থেকে বাদ দেয়া হবে।

তবে ইউটিউব এখনো সুনির্দিষ্টভাবে যে তিন ধরনের কনটেন্টের বিষয়ে সতর্ক করেছে সে  নিয়ে বিস্তারিত জানায়নি। তবে অনেক প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এতে মূলত যেসব ভিডিও এআই দিয়ে তৈরি, টেমপ্লেট ব্যবহার করে গুচ্ছভাবে বানানো,

একই রকম ভিডিও বহুবার আপলোড করা হয়, অন্যের ভিডিও কপি করে সামান্য পরিবর্তন করা হয় মূলত এসবই নিষিদ্ধের আওতায় পড়বে। 

সোর্স: চ্যানেল২৪

 

 

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর