জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির এক অবিশ্বাস্য দৃশ্য, উজ্জ্বল ও রঙিন অরোরা বা মেরুজ্যোতি, যা পৃথিবীর অরোরার চেয়ে শতগুণ বেশি উজ্জ্বল।
অরোরা হলো আকাশে দেখা যাওয়া রঙিন আলো, যা তৈরি হয় যখন মহাকাশ থেকে আসা শক্তিশালী কণা কোনো গ্রহের বায়ুমণ্ডলে গ্যাসের সঙ্গে ধাক্কা খায়। পৃথিবীতে একে বলা হয় ‘নর্দার্ন লাইটস’, কিন্তু বৃহস্পতিতে এটি আরও বিশাল, উজ্জ্বল এবং বিস্ময়কর।
২০২৩ সালের বড়দিনে ওয়েব টেলিস্কোপ বৃহস্পতির ছবি তোলে। এই ছবিতে দেখা যায়, গ্রহটির মেরু অঞ্চল জুড়ে ঝলমল করছে নীল, বেগুনি ও লালচে আলো। বিজ্ঞানীরা বলছেন, ‘এই অরোরা শুধু সৌন্দর্য নয়, বরং বৃহস্পতির পরিবেশ ও চৌম্বক ক্ষেত্র বুঝতেও সাহায্য করছে।’
হ্যাঁ, ওয়েব টেলিস্কোপ এর আগেও নেপচুন গ্রহের অরোরা অনেক স্পষ্টভাবে তুলেছিল। তবে বৃহস্পতির এই অরোরা আরও উজ্জ্বল এবং বিস্তারিতভাবে দেখা গেছে।
বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার মহাকাশ গবেষণায় নতুন আলো যোগ করবে। বৃহস্পতির এই অরোরা যেন আকাশে আঁকা এক মহাজাগতিক শিল্পকর্ম!
যখন মহাকাশ থেকে আসা উচ্চ-শক্তির কণা বৃহস্পতির চৌম্বক মেরুর কাছাকাছি গ্যাসের পরমাণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখনই সৃষ্টি হয় এই আলোর নৃত্য। একে বলা হয় অরোরা, যা পৃথিবীতে দেখা যায় 'নর্দান লাইটস' নামে, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে তা বহুগুণ উজ্জ্বল, ব্যাপক এবং দীর্ঘস্থায়ী।
এর আগেও ওয়েব টেলিস্কোপ নেপচুন গ্রহের অরোরা নজিরবিহীন স্পষ্টতায় ধারণ করেছিল, যা ভয়েজার ২ মহাকাশযানের মাধ্যমে কয়েক দশক আগে প্রথম আবছাভাবে শনাক্ত করা হয়েছিল।
ওয়েব টেলিস্কোপে দেখা গিয়েছে, বৃহস্পতির মেরু অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে বেগুনি ও লালচে-নীলাভ রঙের দোলাচল, যা গ্রহটিকে ঘিরে তৈরি করেছে এক মহাজাগতিক আলোয় মোড়া মুকুট।
সোর্স: চ্যানেল ২৪
মন্তব্য করুন: