সাইবার আক্রমণের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করতে আগামী ২৬শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫’। এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং ল্যাবরেটরির উদ্যোগে বাংলাদেশের করপোরেট কোম্পানি, প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা এবং আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই সাইবার ড্রিল অনুষ্ঠিত হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে
সাইবার আক্রমণের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করতে আগামী ২৬শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫’। এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং ল্যাবরেটরির উদ্যোগে বাংলাদেশের করপোরেট কোম্পানি, প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা এবং আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই সাইবার ড্রিল অনুষ্ঠিত হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের ঘোষণা দেন এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান হাবীব।
তিনি বলেন, এখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাইবার আক্রমণ প্রতিরোধ সংক্রান্ত দক্ষতা ও সক্ষমতা উপর ভিত্তি করে কারিগরি মূল্যায়ন করে আগামী ৯ই মার্চ একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সাইবার সুরক্ষা নিরূপণ করে সম্পূর্ণ বিনামূল্যে সাইবার ড্রিলের অংশ হিসেবে মাস ব্যাপী সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং সেবা প্রদান করা হবে।
সাইবার ড্রিলের কারিগরি পার্টনার হিসেবে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) কারিগরি সহযোগিতা প্রদান করছে। এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (ডিএসি) কর্তৃক এক্রেডিটেড সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং ল্যাবরেটরী হিসেবে স্বীকৃত প্রথম ও একমাত্র সফটওয়্যার টেস্টিং ল্যাবরেটরী বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেড কান্ট্রি চেয়ারম্যান ডা. নুরুজ্জামান, সিইও ও পরিচালক মেজর মাহাবুবুল হক (অব:), বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) সভাপতি প্রফেসর ড. ইঞ্জি. মোহাম্মদ শামসুল আরেফিন, সহ-সভাপতি (একাডেমি) জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক এলিন ববি।
মন্তব্য করুন: