[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

চীনের প্রযুক্তিতে মিয়ানমার জান্তার বিজয়: হারানো এলাকা ফেরত!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

ছবি :  সংগৃহীত

মিয়ানমার সেনাবাহিনী চীনের আধুনিক প্রযুক্তি ও সরাসরি সহায়তায় হারানো এলাকা পুনর্দখলে ব্যাপক অগ্রগতি করছে। শান রাজ্যের কিয়াউকমে ও হিসপাও শহর সম্প্রতি টানা বিমান ও ড্রোন হামলার মাধ্যমে বিদ্রোহী টা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি থেকে পুনরুদ্ধার করেছে জান্তা বাহিনী।

বিশ্লেষকদের মতে, এই পাল্টা অভিযান সফল হওয়ার পেছনে রয়েছে চীনের ব্যাপক সমর্থন। বেইজিং জান্তা সরকারের পরিকল্পনাকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে উন্নত ড্রোন, ভারী অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করছে।

সেনাবাহিনী এখন হাজার হাজার ড্রোন ব্যবহার করে সঠিকভাবে হামলা চালাচ্ছে, যা বিদ্রোহীদের প্রতিরোধকে দুর্বল করে দিয়েছে। এতে বেসামরিক প্রাণহানি ও শহরের ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

অন্যদিকে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে বিভক্তি ও প্রযুক্তির অভাবে তারা সঠিক সমন্বয় করতে পারছে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে এখন স্পষ্টভাবেই জান্তার শক্তি বৃদ্ধি পেয়েছে, কিন্তু দাম দিচ্ছে সাধারণ মানুষ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর