[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

জিম্মি মুক্তিতে সম্মতি, তবে গাজায় বিদেশি শাসনে রাজি নয় হামাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় আটক সব ইসরায়েলি জিম্মি ছাড়তে সম্মত হয়েছে হামাস। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয় তারা। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, রোববারের মধ্যে প্রস্তাব না মানলে “নরকযন্ত্রণা” শুরু হবে। এই হুমকির পর হামাস জানায়, তারা আংশিকভাবে প্রস্তাবে রাজি এবং জীবিত ও মৃত জিম্মিদের মুক্তিতে প্রস্তুত।

হামাস জানিয়েছে, তারা গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে তুলে দিতে চায়, যা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত হবে। তবে তারা গাজায় বিদেশি শাসন মানবে না।

হামাস অস্ত্র সমর্পণে এখনো রাজি নয় হামাস, তারা জানিয়েছে ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হলে নিরস্ত্রীকরণ হবে না। হামাসের ঘোষণার পর ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানান। এতে ইসরায়েল সাময়িকভাবে হামলা স্থগিত করেছে। এই অগ্রগতি গাজা সংঘাত অবসানে নতুন সম্ভাবনার দ্বার খুলছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর