[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২

ইউরোপের একাধিক বিমানবন্দরে নজিরবিহীন সাইবার হামলা, বিলম্বিত কয়েকশ ফ্লাইট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ইউরোপের একাধিক বড় বিমানবন্দরে নজিরবিহীন সাইবার হামলা ঘটেছে। এতে লন্ডনের হিথরো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

হামলার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাভিয়েশন ও ডিফেন্স টেক কোম্পানি কোলিন্স অ্যারোস্পেস, যারা বিশ্বজুড়ে চেক-ইন ও ব্যাগেজ সেবা দিয়ে থাকে।

সাইবার হামলায় বিমানবন্দরগুলোর সফটওয়্যার অচল হয়ে পড়ায় অনেক স্থানে ম্যানুয়ালি কার্যক্রম চালানো হচ্ছে, কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ। যাত্রীরা জানান, বোর্ডিং পাস পেয়েও পুনরায় চেক-ইন করতে হচ্ছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা কেউ জানে না।

সংশ্লিষ্টরা একে এভিয়েশন ইতিহাসের নজিরবিহীন সাইবার হামলা বলছেন। এর আগে ২০২৪ সালে এক সফটওয়্যার ত্রুটিতে যুক্তরাষ্ট্রে একই ধরনের বিপর্যয় ঘটেছিল।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর