[email protected] রবিবার, ১০ আগস্ট ২০২৫
২৫ শ্রাবণ ১৪৩২

জম্মু-কাশ্মীরে গোলাগুলি, ২ ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে প্রচণ্ড গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন।

সরকারি সূত্র জানিয়েছে, ৯ আগস্ট রাতভর চলা গুলোগুলিতে আরো দুই সেনা আহত হয়েছেন, যার ফলে মোট আহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের ঘন বনাঞ্চলে ‘সন্ত্রাসীরা’ বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি ‘সন্ত্রাসবাদী’ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দীর্ঘতম সংঘর্ষের একটি।

দেশটির সেনাবাহিনী এক্স এ একটি পোস্টে বলেছে, ল্যান্সনায়েক প্রীতপাল সিং ও সিপাহি হরমিন্দর সিংয়ের আত্মত্যাগ স্মরণীয়। তাদের সাহস ও নিষ্ঠা ভারতীয় সেনাবাহিনীর জন্য অনুপ্রেরণা। ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারের পাশে রয়েছে।

এনডিটিভি জানায়, সন্ত্রাসীরা বনাঞ্চলে অবস্থান নিয়েছে। সেখানে অভিযান চালাতে শত শত সেনা অংশ নিচ্ছে। নিরাপত্তা বাহিনী ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার সন্ত্রাসীদের নিশানা করছে। ৯ আগস্ট নবম দিনের মতো অভিযান চলমান রয়েছে। 

সোর্স: রাইজিংবিডি.কম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর