[email protected] শনিবার, ২ আগস্ট ২০২৫
১৮ শ্রাবণ ১৪৩২

মেদভেদেভের মন্তব্যে ক্ষুব্ধ ট্রাম্প, রাশিয়ার কাছাকাছি মোতায়েন হচ্ছে দুই পারমাণবিক সাবমেরিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ আগষ্ট ২০২৫ ১৩:০৮ পিএম

ফাইল ছবি

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ‘উসকানিমূলক’ মন্তব্যে চটে গিয়ে রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১ আগস্ট ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেন, "দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছি। বোকামিপূর্ণ ও উত্তেজক মন্তব্য এর চেয়েও বেশি কিছু দাবি করে।"

এর আগে, মেদভেদেভ হুঁশিয়ার করে বলেন, "ট্রাম্পের উচিত কল্পিত 'ডেড হ্যান্ড' কতটা বিপজ্জনক হতে পারে, সে বিষয়ে সচেতন থাকা।" 'ডেড হ্যান্ড' হলো সোভিয়েত আমলের একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা, যা প্রথম আঘাতে নেতৃত্ব ধ্বংস হলেও পাল্টা হামলা নিশ্চিত করে।

ট্রাম্প আরও বলেন, "শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়ই অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি, এটি এমন ঘটনাগুলোর একটি হবে না।" সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে বাকযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ।

সোর্স: যুগান্তর   

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর