[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৪ শ্রাবণ ১৪৩২

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ১৬:০৬ পিএম

ফাইল ছবি

ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

স্থানীয় সময় শুক্রবার ২৭ জুন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন— যদি তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পুনর্নির্মাণ করে, তবে আমেরিকা আক্রমণ চালাবে কি না। জবাবে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমাবর্ষণ করা হবে।

ট্রাম্প আরও আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কিংবা অন্য কোনো স্বীকৃত সংস্থার পর্যবেক্ষকদের নিজেদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দেবে তেহরান।

তবে আইএইএর সঙ্গে সহযোগিতার সম্পর্কে স্থগিতের বিষয়ে ইরানের পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। নিজেদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সরাসরি প্রতিক্রিয়ায় ইরান এমন উদ্যোগ নিয়েছে। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইঙ্গিত দিয়েছেন, পারমাণবিক স্থাপনা পরিদর্শনের যেকোনো অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে তেহরান।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বহু আগে থেকেই মাথাব্যথা রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের। তাদের অভিযোগ, পরমাণু প্রকল্পগুলোর শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলে আড়ালে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে তেহরান। এই অভিযোগ তুলে ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তবে এই অভিযোগ বরাবরই নাকচ করেছেন ইরানের নেতারা। 

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর