ajbarta24@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

দায়িত্বে এসে মার্কিন সরকারের ব্যয় কতটা কমালেন মাস্ক!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ১৩:০৪ পিএম

ফাইল ছবি

ফেডারেল ব্যয় কমাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) গঠন করে এর দায়িত্ব দেন ধনকুবের ইলন মাস্ককে। এরপর থেকে শুরু হয় কর্মী ছাঁটাই, সরকারি-বেসরকারি সংস্থা বন্ধ এমনকি বিদেশি তহবিলও বন্ধ করে দেয় ডিওজিই। আর এসব কাজে ট্রাম্প প্রশাসনের প্রতি সপ্তাহে গড়ে সাশ্রয় হচ্ছে ১০ বিলিয়ন ডলারেও বেশি অর্থ। এমনটাই দাবি করেছেন সংস্থাপ্রধান মাস্ক।

ইলন মাস্কের ব্যয় কমানো প্রসঙ্গে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তার সরকার প্রায় ২০০ বিলিয়ন ডলার সাশ্রয়ের কথা বলেছে এবং এটা দ্রুত বাড়ছে।

সংস্থাটির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, তারা আগের প্রশাসনের করা চুক্তি, অনুদান ও লিজ বাতিল করছে। পাশাপাশি জালিয়াতি মোকাবিলা ও সরকারি কর্মী সংখ্যা কমানোর কাজটিও করছে তারা।

গত অক্টোবরে ফেডারেল সরকারের বাজেট থেকে কমপক্ষে দুই ট্রিলিয়ন ডলার কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ইলন মাস্ক। পরে অবশ্য এর লক্ষ্যমাত্রা অর্ধেকে নামিয়ে আনেন তিনি। ২০২৬ সালের ১০ এপ্রিলের মধ্যে ‘জালিয়াতি এবং অপচয় কমানোর মাধ্যমে ১৫০ বিলিয়ন ডলার সাশ্রয় করার কথা বলেন। গত অর্থবছরের জন্য ফেডারেল বাজেট ছিল ৬ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলার।

জিওজিইর সাশ্রয়ের বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিবিসি। সাশ্রয়ের ঘটনায় ওয়েবসাইটের তথ্যে ঘাটতি রয়েছে বলে জানান তারা। কিছু গণমাধ্যমও একই কথা বলছে। তবে সংস্থার পক্ষ থেকে বলা হয়, একটি অভিবাসন চুক্তি বাতিল করে আট বিলিয়ন ডলার সাশ্রয় করেছে তারা। কিন্তু প্রকৃত চুক্তি ছিল মাত্র আট মিলিয়ন ডলার। আর ভুল তথ্যের ব্যাখ্যা দিয়ে ডিওজিই বলেছে, তারা ওয়েবসাইটে ২০ এপ্রিল পর্যন্ত ডেটা হালনাগাদ করেছে। যেখানে মোট সঞ্চয়ের প্রায় ৩০ শতাংশ পর্যন্ত আপলোড করা হয়েছে। আর কিছু তথ্য আইনগত কারণে গোপন রেখেছে তারা।

সোর্স: আমার দেশ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর