ajbarta24@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

শান্তি প্রতিষ্ঠায় পুতিনের ইচ্ছা নিয়ে সন্দিহান ট্রাম্প!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫ ১৩:০৪ পিএম

ফাইল ছবি

ট্রাম্প লিখেছেন, ‘পুতিন হয়তো যুদ্ধ থামাতে চান না, বরং আমাকে সময়ক্ষেপণের খেলায় রাখছেন। তাকে হয়তো নতুনভাবে মোকাবেলা করতে হবে, হয়তো ব্যাংকিং বা সেকেন্ডারি স্যাংশন দিয়ে।‘

ভ্যাটিকানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তিচেষ্টার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রোম সফরের সময় ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রায় ১৫ মিনিটের সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠক শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, সাম্প্রতিক কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তিনি পুতিনের যুদ্ধ বন্ধের সদিচ্ছা নিয়ে সন্দিহান হয়েছেন।

ট্রাম্প লিখেছেন, ‘পুতিন হয়তো যুদ্ধ থামাতে চান না, বরং আমাকে সময়ক্ষেপণের খেলায় রাখছেন। তাকে হয়তো নতুনভাবে মোকাবেলা করতে হবে, হয়তো ব্যাংকিং বা সেকেন্ডারি স্যাংশন দিয়ে।‘

উল্লেখ্য, কিছুদিন আগেই ট্রাম্প বলেছিলেন, রাশিয়া ও ইউক্রেন একটি শান্তিচুক্তির কাছাকাছি চলে এসেছিল। তার বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের তিন ঘণ্টার বৈঠকের পর এমন দাবি করেছিলেন তিনি। তবে ভ্যাটিকান বৈঠকের পর ট্রাম্পের অবস্থানে কিছুটা সংশয় ফুটে ওঠেছে।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় হওয়া বৈঠকের ছবি প্রকাশিত হয়েছে। সেখানে ট্রাম্প ও জেলেনস্কিকে গম্ভীরভাবে আলোচনায় দেখা যায়। বৈঠককে হোয়াইট হাউস অত্যন্ত ফলপ্রসূ আখ্যা দিলেও ট্রাম্প আবারো ইঙ্গিত দেন যে, ইউক্রেনের হাতে যুদ্ধের মাঠে বড় কোনো সুবিধা নেই।

বৈঠকের পর জেলেনস্কি বলেন, এটি একটি ‘সম্ভাব্য ঐতিহাসিক বৈঠক’—যা শান্তিপ্রক্রিয়াকে এগিয়ে নিতে নতুন দ্বার খুলতে পারে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা এক পোস্টে লিখেছেন, ‘এই সাক্ষাতের গুরুত্ব ভাষায় প্রকাশ করা কঠিন।‘

ভ্যাটিকানের আলোচনার পরে ট্রাম্প দ্রুত রোম ত্যাগ করেন। তবে জেলেনস্কি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে আরো কয়েকটি বৈঠক করেন।

সোর্স: বণিক বার্তা



মন্তব্য করুন:

সম্পর্কিত খবর