ajbarta24@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

যে ছয় হতে পারে একা ভ্রমণে সঙ্গী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:০৪ পিএম

ফাইল ছবি

ঘুরতে যাওয়ার আগে ভ্রমণসঙ্গী খোঁজা, ঘোরাঘুরির পরিকল্পনায় একেকজনের নানা মত-দ্বিমত এবং শেষ মুহূর্তে অজুহাত দেখিয়ে বেশির ভাগেরই দল থেকে বেরিয়ে যাওয়া— এসব ঝুট-ঝামেলার জন্য অনেকে একাই ভ্রমণ করতে পছন্দ করেন।

ঘুরতে যাওয়ার আগে ভ্রমণসঙ্গী খোঁজা, ঘোরাঘুরির পরিকল্পনায় একেকজনের নানা মত-দ্বিমত এবং শেষ মুহূর্তে অজুহাত দেখিয়ে বেশির ভাগেরই দল থেকে বেরিয়ে যাওয়া— এসব ঝুট-ঝামেলার জন্য অনেকে একাই ভ্রমণ করতে পছন্দ করেন। দেশ কিংবা বিদেশে একা ভ্রমণের মাধ্যমে মিলতে পারে অসাধারণ স্বাধীনতা, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটি সিদ্ধান্ত ও পরিস্থিতি সামলাতে হয় এককভাবেই। তবে প্রযুক্তি এমন জটিলতা অনেকটাই সহজ করেছে। ফোনে সঠিক কিছু অ্যাপ ব্যবহার করলে নতুন শহরে দিকনির্দেশনা খোঁজা, নিরাপদ থাকা ও পথ খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। যেমন—

গুগল ম্যাপ: একক ভ্রমণে গুগল ম্যাপ যেন এক নির্ভরযোগ্য সহচর। অপরিচিত রাস্তায় পথ খুঁজে পাওয়া থেকে শুরু করে আশপাশের দর্শনীয় স্থান বা রেস্টুরেন্ট খোঁজা—সবই সহজ হয়ে ওঠে এ অ্যাপের মাধ্যমে। অ্যাপের অফলাইন ম্যাপ ফিচারটি বেশ কার্যকর, বিশেষ করে যখন ইন্টারনেট সংযোগ দুর্বল থাকে বা বিদেশী সিম কার্ডে সমস্যা দেখা দেয়। আগেভাগে মানচিত্র ডাউনলোড করে রাখলে নেট ছাড়াই দিকনির্দেশনা, কাছাকাছি ক্যাফে বা নিকটবর্তী মেট্রো স্টেশনের অবস্থান জানা যায়।

তবে শুধু দিকনির্দেশনার জন্যই নয়, রেস্টুরেন্টের রিভিউ পড়া, গণপরিবহনের রুট দেখা কিংবা নিজের পছন্দের জায়গাগুলো লেবেল দিয়ে সংরক্ষণ করতেও গুগল ম্যাপ দারুণভাবে সহায়ক। এটি একক ভ্রমণকারীর জন্য যেন একটি ব্যক্তিগত ট্রাভেল গাইডের মতোই কাজ করে।

রোমটুরিও: একক ভ্রমণকারীদের জন্য সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার উপায় খুঁজে বের করা। বিশেষ করে এমন দেশে, যেখানে ইংরেজি খুব একটা প্রচলিত নয়। এমন পরিস্থিতিতে সাহায্য করবে ‘রোমটুরিও’ (Rome2Rio) অ্যাপ। শুধু দুটি স্থানের নাম লিখতে হবে, যেমন ‘নাপোলি বিমানবন্দর’ থেকে ‘আমালফি কোস্ট হোস্টেল’। সঙ্গে সঙ্গেই অ্যাপটি দেখিয়ে দেবে ট্রেন, বাস, ফ্লাইট, রাইডশেয়ার বা প্রয়োজনে হাঁটার পথ পর্যন্ত সব ধরনের যাতায়াতের বিকল্প। পাশাপাশি সময়, খরচ ও বুকিং লিংকও দেখা যায় একসঙ্গে।

বিসেফ: অপরিচিত জায়গায় একা চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ‘বিসেফ’ (bSafe) অ্যাপটি মোবাইল ফোনে ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থার মতো কাজ করে। এ অ্যাপে ব্যবহারকারী ‘গার্ডিয়ান’ হিসেবে বন্ধু বা পরিবারের সদস্যদের নির্বাচন করতে পারেন, যারা রিয়েল টাইমে তার অবস্থান ট্র্যাক করতে পারবে। পরিস্থিতি অস্বাভাবিক মনে হলে ব্যবহারকারী এসওএস বাটন চাপার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে লোকেশন পাঠানো হয় এবং সঙ্গে সঙ্গেই অডিও ও ভিডিও রেকর্ডিং শুরু হয়।

ডুয়োলিংগো: স্থানীয় ভাষায় কয়েকটি সাধারণ শব্দ বা বাক্য শিখে নেয়া একক ভ্রমণকে অনেক সহজ ও সাবলীল করে তুলতে পারে। এক্ষেত্রে ডুয়োলিংগো অ্যাপটি সহজ ও মজাদার উপায়ে শুভেচ্ছাবার্তা, দিকনির্দেশনা ও ভদ্রতাসূচক কিছু প্রয়োজনীয় বাক্য শেখায়। ফলে পুরো ভাষায় দক্ষতা না এলেও রেস্টুরেন্টে খাবার অর্ডার দেয়া, সাইনবোর্ড পড়া কিংবা সাধারণ প্রশ্ন করার মতো কাজগুলো আত্মবিশ্বাসের সঙ্গে করা যায়।

গুগল ট্রান্সলেট: ডুয়োলিংগোর মতো ভাষা শেখার অ্যাপ সহায়ক হলেও অনেক সময় এমন পরিস্থিতি আসে, যখন নির্ভরযোগ্য একটি অনুবাদ অ্যাপের প্রয়োজন হয়। ঠিক তখনই গুগল ট্রান্সলেট হয়ে ওঠে এক অপরিহার্য সহায়ক। এ অ্যাপের মাধ্যমে বিভিন্ন দেশের মেনু পড়া, ওষুধের দোকানে সমস্যার কথা বোঝানো কিংবা দিকনির্দেশনা চাওয়া অনেক সহজ হয়ে যায়। এর সবচেয়ে কার্যকর ফিচারগুলোর একটি হলো রিয়েল-টাইম ক্যামেরা অনুবাদ। ফলে সাইন বা মেনুর দিকে ক্যামেরা ধরলেই এটি সঙ্গে সঙ্গে অনুবাদ করে দেয়।

রাইডশেয়ার: নতুন একটি শহরে পৌঁছেই ট্যাক্সিচালকের সঙ্গে দর কষাকষি করা বা বাস কখন বন্ধ হয়ে যায়, তা নিয়ে চিন্তা করা একেবারেই অস্বস্তিকর। তাই ‘উবারের’ মতো যে রাইডশেয়ারিং অ্যাপটি স্থানীয়ভাবে চালু থাকে, তা আগেভাগেই ডাউনলোড করে রাখা ভালো। উবার প্রায় সারা বিশ্বেই চালু, ‘বোল্ট’ জনপ্রিয় ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চলে আর ‘গ্র্যাব’ বহুল ব্যবহৃত দক্ষিণ-পূর্ব এশিয়ায়। মেকইউজঅব অবলম্বনে

সোর্স: বণিক বার্তা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর