[email protected] সোমবার, ১১ আগস্ট ২০২৫
২৬ শ্রাবণ ১৪৩২

রাজধানীতে উদ্ধার সহস্রাধিক ধারালো অস্ত্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : সংগৃহীত

রাজধানীতে ধারালো অস্ত্রের গোপন বিক্রয়কেন্দ্র ও গুদামের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

এতে সামুরাই, চাপাতিসহ মোট ১,১০০ ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এবং নয়জনকে আটক করা হয়।

৯ আগস্ট রাতে নিউ মার্কেট এলাকার তিনটি দোকান থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।

মোহাম্মদপুর সেনাবাহিনীর সোহরাওয়ার্দী মেডিকেল ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৬ স্বতন্ত্র বিগ্রেড ব্যাটালিয়নের ‘ডেয়ারিং টাইগার্স’-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, ঢাকার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে এ ধরনের অস্ত্র ব্যবহৃত হচ্ছে, যা একটি চক্র সরবরাহ করছে। নিউমার্কেটের দোকানগুলোর গোপন স্থান থেকে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে জড়িত নয়জনকে আটক করা হয়েছে।

তিনি ব্যবসায়ী মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামুরাই, চাপাতি বা যেকোনো ধরনের ধারালো অস্ত্র বিক্রি থেকে বিরত থাকতে হবে। অনেকেই নানা কারণে এসব সংগ্রহ করেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এগুলো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পৌঁছে সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে হবে। 

সোর্স: কালবেলা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর