ajbarta24@gmail.com সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে কোনো সমস্যাবোধ করছি না: বানিজ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫ ১৯:০৪ পিএম

ফাইল ছবি

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশ কোনো সমস্যাবোধ করছে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

১০ এপ্রিল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।

ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা গতকাল ৯ এপ্রিল বাতিল করেছে ভারত।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা জানান হঠাৎ করে আরোপিত হলেও এটাতে কোনো সমস্যাবোধ হচ্ছে না। নিজস্ব সক্ষমতা, প্রতিযোগিতার সক্ষমতায় যাতে কোনো ঘাটতি না হয় এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যাতে যোগাযোগের কোনো ঘাটতি না পড়ে- সেক্ষেত্রে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। উপদেষ্টা অারও বলেন এই মুহূর্তে ভারতকে চিঠি দেয়ার কথা তারা বিবেচনা করছেন না।

ভারতের ট্রান্সশিপমেন্টের সুবিধায় বাংলাদেশ থেকে প্রায় ৪০-৫০ হাজার টনের মতো ম্যাটেরিয়াল সড়কপথে ভারতের বিভিন্ন বন্দর বিশেষ করে দিল্লি, কলকাতা বন্দরের মাধ্যমে রপ্তানি হতো। সাধারণত ইউরোপীয় দেশগুলোতে পণ্যগুলো যেত।

যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিত বিষয়ে উপদেষ্টা জানান, ইতোমধ্যে মার্কিন ইউএসটিআরের প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে বৈঠক হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদী করনীয় কতটা বাস্তবায়ন করা যাবে, তা বিশ্লেষণ করছি এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবো।’ তিনি উল্লেখ করেন, ‘প্রধান আকাঙ্ক্ষা হচ্ছে বাণিজ্য ঘাটতি সমন্বয় করা এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’

সূত্র: জাগোনিউজ২৪

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর