[email protected] মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

৩২.৫৫ কোটি টাকার শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৫ ১৫:০৩ পিএম

ফাইল ছবি

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তার কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছেন।

আজ মঙ্গলবার (৪ মার্চ) ডিএসইতে শেয়ার কেনার এ ঘোষণা দেন তিনি। 

ঘোষণার দিন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিটি শেয়ার ২১৭ টাকায় লেনদেন হচ্ছে, যার ফলে ক্রয়মূল্য দাঁড়াবে প্রায় ৩২.৫৫ কোটি টাকা।

নভেম্বরের শেয়ারহোল্ডিং প্রতিবেদন অনুসারে, তপন চৌধুরী বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮.৪০ কোটি শেয়ারের মালিক।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি স্কয়ার ফার্মার পরিচালক অঞ্জন চৌধুরী কোম্পানিটির ১৫ লাখ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

গত বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের তিনজন পরিচালক সম্মিলিতভাবে ৭০ লাখ শেয়ার কিনেছিলেন।

সোর্স: The Business Standard

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর